আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বাড়ির কাছে ভয়াবহ বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছে চার বন্দুকধারী। হামলার দায়ি স্বীকার করেছে তালেবান।
মঙ্গলবার (৩ আগস্ট) রাত আটটার দিকে কাবুলের সবচেয়ে সুরক্ষিত এলাকা- গ্রিন জোনে এই বিস্ফোরণ ঘটে। এর ঘন্টাখানেক পর দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারীরা। এতে অন্তত ১০ জন আহত হন। হামলার সময় প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। তার পরিবারের সদস্যদেরও নিরাপদে বের করে নেওয়া হয়।
এই সময় আফগান বাহিনীর পাল্টা হামলায় নিহত হন চার বন্দুকধারী। এদিকে বুধবার দেওয়া বিবৃতিতে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, গতকাল রাতে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়েছে। ভবিষ্যতেও আফগানিস্তানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এমন হামলা চালানো হবে বলে হুমকি দেন তিনি।
এদিকে, দেশটির আরেক শহর লস্কর গাহে’র রাস্তায় নির্বিচারে হত্যা করা বহু মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। সরকার শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করলেও সেখানে উল্লেখযোগ্য সংখ্যক তালেবানদের উপস্থিতি লক্ষ্য করেছেন পর্যবেক্ষকরা।