জনতার খবর ডেক্সঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে৷ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক করা হয়েছে শফিকুল ইসলাম মিল্টনকে আর সদস্য সচিব হয়েছেন মোস্তফা জগলুল পাশা পাপেল।
অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে সদ্যবিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনকে আর সদস্য সচিব হয়েছেন সাবেক ছাত্রদলনেতা খন্দকার এনামুল হক এনাম। আগামী সাত দিনের মধ্যে আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্দেশ দিয়েছেন।
এর আগে ২০১৭ সালের ১৭ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর যুবদলে এস এম জাহাঙ্গীর হোসেন ও সফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে পাঁচ সদস্যের এবং ঢাকা মহানগর দক্ষিণে রফিকুল আলম মজনু ও গোলাম মাওলা শাহীনের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এক মাসের মধ্যে ওই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনাও দেয়া হয় ওই সময়।