ঝালকাঠি প্রতিনিধিঃ
ঢাকার নিরঞ্জিল্লা হরিজন পল্লি উচ্ছেদের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিসিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ।
শনিবার বিকেল ৪টায় ঝালকাঠি মদনমোহন আকরাবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিসিল বের হয় এবং মিছিলটি শহর গুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এসে খন্ডকালীন সময়ের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালীন সংগঠনের সভাপতি প্রফেসর ডাঃ অসিম কুমার সাহা ও সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কর্মকার বক্তব্য রাখেন। মানববন্ধন ও বিক্ষোভে ঝালকাঠি হরিজন পল্লির বাসিন্দাসহ সর্বস্তরের সর্বশ্রেণির মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন ঢাকার এই হরিজন পল্লী একটি প্রাচিন হরিজন পল্লী এবং এ্ই পল্লী উচ্ছেদ কার্যক্রম বন্ধ করার আহŸান জানান।