টাঙ্গাইল প্রতিনিধি–
মাছ ধরার শেষে বাড়ি ফেরার পথে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী–স্ত্রী ঘটনাস্থলে নিহত হন।
আজ ২৮ জুলাই বুধবার টাঙ্গাইল–জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বানিয়াজান বাস ষ্ট্যান্ডের উত্তর পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বানিয়াজান ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের হেলাল উদ্দিন (৪৫) ও তার স্ত্রী সুন্দরী বেগম (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হেলাল উদ্দিন ও তার স্ত্রী সুন্দরী বেগম তাদের বাড়ির পাশে মাছ ধরতে যান। মাছ ধরে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় জামালপুরগামী আকিজ গ্রুপের কোমল পানিয় ভর্তি একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো–উ–১১–১২৬২) তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন। ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়ে যায়। পুলিশ কাভার্ডভ্যান উদ্ধার করে ধনবাড়ী থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।