গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকার চুড়ি বস্তিতে আগুনে ২৬০টি বসত ঘর ও ৮টি ঝুটের গুদাম পুড়ে গেছে।
১১ জুন শুক্রবার রাত ৩টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরার ৮ টি ইউনিট ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ ১২ জুন শনিবার সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন এ কথা জানান। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, বস্তির বাসিন্দারা প্রথমে বালতি ও কলসিতে পানি ভরে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
আগুনে সর্বস্ব পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকে। মধ্যরাতে আগুন লাগায় তারা ঘর থেকে কোনো কিছুই সরিয়ে নিতে পারেননি। থাকার শেষ আশ্রয়টুকু হারিয়ে রাত থেকেই খোলা আকাশের নিচে দুইশতাধীন পরিবার অবস্থান করছেন।