ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ২২৩০টি পরিবার করোনা ভাইরাস পরিস্থিতিকালীন এপর্যন্ত ৩৩৩কে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে। জেলার ৪টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা এদের চাহিদা গুলো মূল্যায়ন করে তাদেরকে এক সপ্তাহের জন্য একটি পরিবারে প্রয়োজনীয় চাল, ডাল, আটা, চিনি আলু ও পিয়জ-রোসনসহ খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে।
রবিবার ঝালকাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেকুননাহার ১৩টি পরিবারকে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দিয়েছেন। ঝালকাঠি সদর উপজেলায় এনিয়ে এপর্যন্ত ৫৮৬টি পরিবার ৩৩৩তে যোগাযোগ করে এই খাদ্য সহায়তা পেয়েছে।
এছাড়া জেলা রাজাপুর নলছিটি ও কাঠালিয়া উপজেলায় ১৬৪৪টি পরিবার অনুরুপ খাদ্যসহায়তা পেয়েছেন। ঝালকাঠি জেলা ত্রাণ ও পুণঃবাসন কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম এই তথ্য নিশ্চত করেছেন।