কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) আসন থেকে টানা পঞ্চম বারের মতো নৌকার মাঝি হিসেবে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন আবারো দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ।
আজ রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামীর লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তরুন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম কবির সিকদার, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু সিকদার, আওয়ামী লীগ নেতা সিকদার মোঃ কাজল, মোঃ জিয়া ইসলাম মীরবহর প্রমূখ। এতে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মিছিলটি শহর ঘুরে আমনত ক্যাবলস এর সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বজলুল হক হারুনকে ৪র্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান ।
বজলুল হক হারুন পঞ্চম বারের মতো নৌকার মাঝি হিসেব দায়িত্ব পান তিনি। আজ ২৬ নভেম্বর রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনের নৌকার মাঝিদের তালিকা প্রকাশ দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।