ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির বিভিন্ন স্থানে জেলা সিভিল সার্জন অফিস ও স্থানীয় সামাজিক সংগঠন শ্রমজীবীদের মাঝে খাবার স্যালাইন ও বোতলজাত পানি বিতরণ করেছেন।
বুধবার বেলা ১১টায় শহরের ফায়ার সার্ভিস মোড়সহ বিভিন্ন এলাকায় সামাজিক সংগঠন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে খাবার স্যালাইন ও বোতলজাত পানি সরবরাহ করা হয়।
পানি ও খবার স্যালাইন বিতরণকালে ঝালকাঠি সিভিল সার্জন এইচএম জহিরুল ইসলাম, বলেন, গরম যখন চরমে সবাই চলি নিয়মে। আমরা এই ম্যাসেজটাই সবাইকে দিতে চাই। তীব্র রোদ আর গরমে ছাতা নিয়ে কাজে কর্মে বের হওয়ার জন্য তিনি সবাইকে পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, গত কদিনে ধরে ঝালকাঠিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ খাকছে ডিগ্রি সেলসিয়াস। তীব্র রোদ গড়মে মানুষসহ প্রাণিক‚ল অতিষ্ঠ হয়ে পড়েছে।