ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির ঐতিহ্যবাহী সিটি ক্লাব ও পাঠাগারের ঝাকঝমক আয়োজন ও উৎসবমূখর পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী ১১ সদস্যবিশিষ্ট্য এই কমিটির নির্বাচনে বাবু ও পান্নার পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে। সভাপতি পদে গৌতম সরকার বাবু (৯৫ ভোট) , সহসভাপতি পদে কাজী খলিলুর রহমান (১১০ ভোট) ও সাধারণ সম্পাদক পদে আজাদ হোসেন পান্না (১৩৯) ভোট পেয়েছেন।
এই ক্লাবের ১৭৪ জন ভোটারের মধ্যে ১৭০জন ভোট প্রয়োগ করেছে। সালেক আযাদ সোহাগ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।