ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা মিলনাতয়নে তারুন্য উৎসবকে সামনে রেখে প্রাথমিক পদক প্রতিযোগিতা দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার এই প্রতিযোগিতায় সদর উপজেলার ১০ টি ইউনিয়নে ৫৪ টি ইভেন্টে প্রথম স্থান অধিকারকারী শিশুরা অংশগ্রহন করেছে । ক্রীড়া সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা নিয়ে প্রায় ৩০০ শতাধিক শিশু অংশগ্রহন করেছে । প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার প্রদান করা হয়েছে ।
জেলার ৪টি উপজেলা পর্যায়ের বিজয়ীরা পরবর্তী জেলা পর্যায়ে অংশগ্রহন করবে । প্রতিযোগিতায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা হিমাদ্রী শেখর সাইফুন নাহার ও ফারহানা আফরোজ বিচারকের দায়িত্ব পালন করেছেন ।