ঝালকাঠি প্রতিনিধি:
পৌষের হাড় কাঁপানো শীতে দরিদ্র নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঝালকাঠি কোয়ন্টাম ফাউন্ডেশন সেল। বুধবার বিকেলে শহরের কামারপট্রি রোডস্থ কোয়ান্টাম ফাউন্ডেশন সেলের উদ্যোগে অর্ধশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন কোয়ান্টাম ফাউন্ডেশনের আন্তরিক সদস্য আঃ ওহাব গাজী শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম, সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মারুফা বেগম ও কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার পরিচালক ফয়সাল মাহমুদ। এসময় শীতার্ত অসহায় মানুষের দুর্দশা লাঘবে তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবানদের প্রতি কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার পরিচালক ফয়সাল মাহমুদ অনুরোধ জানিয়েছন।
কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, পৌষের প্রচন্ড শীত খেটে খাওয়া মানুষ শীতবস্ত্রের অভাবে রাতে ঠিকমত ঘুমাতে পারছে না। তাই অসহায় শীতার্ত মানুষের এই কষ্ট নিবারণে কোয়ান্টাম ফাউন্ডেশন ঝালকাঠি সেলের উদ্যোগে অর্ধশত পরিবারের মাঝে উন্নত মানের কম্বল তুলে দেওয়া হয়েছে। এই হাড় কাঁপানো শীতে কম্বল পেয়ে শীতার্তরা খুশি।
অনুষ্ঠানে কোয়ন্টাম ফাউন্ডেশন ঝালকাঠি সেল দায়িত্বশীল এস এম মুনীরুজ্জামান মামুনসহ সাংবাদিক বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।