ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান।
আজ ২১ ডিসেম্বর সকালে ঝালকাঠি জেলা সদর ইসলামিয়া মাদ্রাসার সভাকক্ষে জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে দুই শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি হিসাবে এ কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিনের সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান ঝালকাঠি জেলা আহবায়ক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু ও সদস্য সত্যবান সেনগুপ্ত ও ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।