নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠিঃ ঝালকাঠিতে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সাবেক পিআইবি’র মহাপরিচালকের মো: আমনুল্লাহর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দত্তের সভাপতিত্বে মত বিনিময় সভায় আমানুল্লাহর ভাই আতিকুল্লাহ, ঢাকা প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি আব্দুর রহমান খান ও ঢাকা থেকে প্রকাশিত টিবিএস পত্রিকার সিনিয়র রির্পোটার ফেরদৌস মোবারক মো: আমানুল্লাহর সফর সঙ্গী ছিলেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে মো: আমানুল্লাহ সহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
মত বিনিময় সভায় অতীত ও সমসাময়িক সময়ের সাংবাদিকতার বিকাশ এবং ধরন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সমকালীন সময়ে মানুষের জীবন দর্শন, ভাবনা ও প্রতাশার বিষয়েও আলোচিত হয়েছে। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সম্পাদক আক্কাস সিকদার। অন্যদের মধ্যে প্রেস ক্লাব সহ সভাপতি মানিক রায়, দুলাল সাহা, প্রেস ক্লাব সদস্য জহিরুল ইসলাম জলিল, শফিকুল ইসলাম সৈকত প্রমুখ উপস্থিত মতামত ভিত্তিক বক্তব্য রাখেন।