জনতার খবর ডেক্স:
ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক আশরাফুর রহমান ও পুলিশ সুপার উজ্জল কুমার রায় এর সাথে ঝালকাঠি প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭.৩০ টায় প্রেসক্লাব সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় জেলা প্রশাসক আশরাফুর রহমানকে সভাপতি কাজী খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আক্কাস সিকদার ফুল দিয়ে বরণ করে নেয়। পুলিশ সুপার উজ্জল কুমার রায়কে প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ মাসউদুল আলম ও সহ সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ ফুল দিয়ে বরন করেন।
অনুষ্ঠানে সহকারী কমিশনার শিব্বির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক আক্কাস সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি আল আমিন তালুকদার, মোঃ মাসউদুল আলম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়, সহ সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, ক্রীড়া সম্পাদক অলোক সাহা, সদস্য বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, আজমীর হোসেন তালুকদার, শফিউল আজম টুটুল, জহিরুল ইসলাম জুয়েল।