ঝালকাঠি প্রতিনিধিঃ
দেশের প্রাচীনতম ঝালকাঠি পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল ২১ জুন। প্রথম বারের মতো ইভিএম মেশিন ব্যবহারের মাধ্যমে ৯টি ওয়ার্ডে ভোট গ্রহণ করা হবে।
আজ রবিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ইভিএম মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়েছে। পৌর নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়ারা নলছিটি পৌরসভাসহ ঝালকাঠির ৪টি উপজেলার ৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্যালট বক্সসহ অন্যান্য সরঞ্জামাদি পাঠানো হয়েছে।