ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সমন্বয় কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কাওছার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান।
জেলার ৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ও বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ফয়েজ জালাল উদ্দিন।
ঝালকাঠি জেলায় নিরাপদ খাদ্য অধিদপ্তর ভ্রাম্যমান ল্যাবের মাধ্যমে উপজেলায় বিভিন্ন ধরণের খাদ সামগ্রী পরিক্ষা নিরীক্ষা শুরু করেছেন। এছাড়াও আচার, জুস ও সসের স্যাম্পেল গ্রহণ করে পরিক্ষা নিরীক্ষা শুরু করেছেন। ১২টি রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানগুলিতে নিরাপদ খাদ্য অধিদপ্তর মনিটরিং করছে। সচেতনতা বৃদ্ধির লক্ষে ৪টি সেমিনারের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসক আশরাফুর রহমান তার বক্তব্যে বলেন, মানুষের খাবারটাকে ভেজালমুক্ত ও নিরাপদ করার জন্য ইতিমধ্যে গ্রহীত উদ্যোগের আওতায় কঠোরতার সাথে অভিযান পরিচালনার পাশাপাশি মানুষকে সচেতন করার আহŸান জানান।