ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ঝুড়ে ৩দিন ধরে বিরামহীন ভারী ও মাঝারী ধরণের বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে জন জীবন ব্যহত হয়েছে। বর্তমানে মাঠপর্যায়ে আউশ ধানে শীষ বের হচ্ছে ও আমনের বীজ তলা রয়েছে। বৃষ্টিপাত ও হালকা জোয়ারের পানি বৃদ্ধির কারণে এই সকল ফসলী ক্ষেত ডুবে আছে।
তবে এই অঞ্চলে জোয়ার ভাটা থাকায় পানি উঠলেও নেমে যায়। কৃষি বিভাগের কর্মকর্তা কৃষিবিদ রিফাত সিকদার জানান, বৃষ্টিপাত কমেগেলে ফসলের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।
তবে, বৃষ্টিপাত আরও দীর্ঘস্থায়ী হলে ক্ষতির আশংকা দেখা দিতে পারে। কৃষি ক্ষেতের পাশাপশি বিভাগের নিচু এলাকায় মৎস্য চাষীদের খামার ক্ষতিগ্রস্থ হতেপারে বলে ধারণা করেন।