ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কাওছার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান। জেলার ৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ও বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যানদের মধ্যে কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী, এল জি ইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী, বিএডিসির প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী, জেলা তথ্য অফিসার আহসান হাবিব, জেলা সমবায় সমিতি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বিএডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ড ও পরিচালিত বিভাগগুলির চলমান উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়েছে। উন্নয়ন বাস্তবায়নের ক্ষেত্রে কোন ধরণের সমস্যা রয়েছে কিনা সেসব বিষয়ে আলোচিত হয়েছে।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেছেন, যথাসময়ে গুনগতমান বজায় রেখে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। কোন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয় তাকে অবগত করার জন্য পরামর্শ দেন। যাতে তিনি সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে বিষয়টি সমাধান করতে পারেন। এছাড়াও তিনি চলমান বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে সুলভ মূল্যের বাজার স্থাপনের উদ্যোগ নিচ্ছেন। তিনি আরও জানিয়েছেন ঘন ঘন বাজারের দাম বৃদ্ধির ক্ষেত্রে গোয়েন্দা নজরদারী রাখা হচ্ছে।