ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলায় পরিবর্তীত পরিস্থিতির প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং মামলার সংখ্যা বিগত মাসের চেয়ে জানুয়ারী মাসে বৃদ্ধি পেয়েছে। তবে তা আইনশৃঙ্খলার ক্ষেত্রে কোন প্রভাব পরবে না। সভায় পুলিশ বিভাগের কার্যক্রম জেলা কারাগার, মাদক, বাল্য বিবাহ, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিশেষ করে ইট ভাটা ও সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া, মোবাইল কোর্ট পরিচালনা, আনসার ভিডিপি সম্পর্কিত, বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম, ভ্রাম্যমান আদালত পরিচালনা, অবৈধ ক্লিনিক, ফুটপাত দখল মুক্ত করা, ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় বিগত জানুয়ারী (২০২৫) মাসে ৫২টি মামলা দায়ের হয়েছে ও ২৫জন মামলাভ‚ক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। এর মধে অরাজনৈতিক খুন ২টি, ত্রাস সৃষ্টি ১টি, নারী নির্যাতন ২টি, ধর্ষন ১টি, গারী ও অন্যান্য চুরি ২টি, পারিবারিক সংঘাতজনিত কারণে ২৩টি মারামারি ঘটনা, মাদক নিয়ন্ত্রণ আইনে ৮টি, ১২টি অন্যান্য মামলাসহ ৫২টি মামলা দায়ের হয়েছে। এর পূর্বের মাসে (ডিসেম্বর) একই সংখ্যা ৪৩ট মামলা ছিল এবং আসামী গ্রেফতারের সংখ্যা ছিল ২৭জন।