ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি গত ২৬ মে জেলার উপর দিয়ে ঘূণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ মানুষের ঘর-বাড়ি মেরামতের জন্য সরকার ৪ হাজার ৩৫৪টি পরিবারকে ঢেউ টিন ও মেরামত খরচবাবদ ৫ কোটি ৫৫ লাখ ১৩ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।
প্রতিটি পরিবারকে ১ বান্ডেল করে ঢেউ টিন ও মেরামত খরচ বাবদ ৫ হাজার করে টাকা প্রদান করেছেছ। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ১১২টি পরিবারের গৃহনির্মাণের জন্য ১৪ লাখ ২৮ হাজার টাকা। রাজাপুর উপজেলায় ৪৬৮ টি পরিবারের জন্য ৫৯ লাখ ৬৭ হাজার টাকা, নলছিটি উপজেলায় ৩ হাজার ৫৫৪টি পরিবারের জন্য ৪ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা ও ঝালকাঠি সদর উপজেলার ২৩২ টি পরিবারের জন্য ২৯ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।
এছাড়াও এই বরাদ্দের মধ্যে প্রতি বান্ডেল টিন ও মালামাল পরিবহনের জন্য ২৫০ টাকা হারে বরাদ্দ রাখা হয়েছে। বিগত সরকারের আমলের এই বরাদ্দ ছিল। ইতিমধ্যেই রাজাপুর কাঠালিয়া গৃহ নির্মাণ খাতে এই কর্মসূচির আওতায় টিন বিতরণ করা হয়েছে এবং মঙ্গলবার থেকে ঝালকাঠি সদর উপজেলায় ও তালিকাভুক্ত ক্ষতিগ্রস্থদের টিন বিতরণ করা শুরু হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল আনুষ্ঠানিকভাবে এর উদ্ভোধন করেছেন।