ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে গুটিয়ে থাকা মোবাইল কোর্টের সংখ্যা বাড়ছে তবে জরিমানা আদায় কম হয়েছে।
বিগত (অক্টোবর) মাসে ১১১টি মোবাইল কোর্টের আওতায় ১০৩টি মামলা দায়ের হয়েছে এবং ৭৫জনকে দন্ডিত করে ১ লাখ ৪৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিভিন্ন মেয়াদে ১৪জনকে খন্ডকালীন কারাদন্ড প্রদান করা হয়েছে।
বিশেষ করে মা ইলিশ সংরক্ষন অভিযান পরিচালনার জন্য রাত দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই কাজে নিয়োজিত থাকায় অন্যান্য ক্ষেত্রে মোবাইল কোর্ট না হওয়ায় জরিমানার সংখ্যা কম হয়েছে। এরপূর্বে (সেপ্টেম্বর) মাসে ২৪টি মোবাইল কোর্টের আওতায় ২১টি মামলা ও ২১ জনকে দন্ডিত করে ৯ লাখ ৪৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল এবং ৭জনকে খন্ডকালীন কারাদন্ড প্রদান করা হয়েছিল।
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এই তথ্য উপস্থাপন করেন।