ঝালকাঠি প্রতিনিধিঃ
আগামী ০৭ আগষ্ট ঝালকাঠি জেলার ৪টি উপজেলার ৩২টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৮ টি ওয়ার্ডে করোনা প্রতিশেধক ভ্যাকসিন দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে প্রস্তুতি গ্রহন করছে। তবে ভ্যাকসিনের সরবরাহ সংকট থাকায় ৩টি দিনের এই কর্মসূচি এক দিনের জন্য করা হয়েছে।
ঝালকাঠি ও নলছিটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ২৫০ জনকে ২২৫০ টি টিকা ও নলছিটি পৌরসভায় অনুরূপ সংখ্যক টিকা দেওযা হবে। সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের বৃহত্তর ৩টি ওয়ার্ড নিয়ে ১০ টি ইউনিয়নে ৬০০০ টিকা এবং অনুরূপ নলছিটি উপজেলায় ১০টি ইউনিয়নের ৬০০০ টিকা দেওয়া হবে। এবং জেলার কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় ৬টি করে ইউনিয়নে ৩৬০০ করে টিাকা দেওয়া হবে।
জেলায় বর্তমানে ৩২০০০ টিকা রয়েছে। এই টিকাদান কেন্দ্রগুলিতে ১৮ বছর উর্ধ বয়সী নাগরিককে টিকা দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও সরবরাহ কম থাকায় কেন্দ্রগুলিতে বাছাইকরে ২৫ উর্ধ নাগরিককে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান জানান টিকা আরো আসছে এবং সরবরাহ থাকলে ১৮ উর্ধ সবাইকেই পর্যায়ক্রমে টিাকা দেওয়া যাবে।
তিনি আরো জানান টিকা প্রদানের ২য় পর্যায় অক্সফোর্ড এ্যসটা জেনেকা টিকা গ্রহনকারীদের মধ্যে ২য় ডোজের অপেক্ষমান ৩৫০০ টিকা গ্রহীতাকে ২য় ডোজের এই জাতীয় টিকাটি সরবরাহ না থাকায় দেওয়া হয়নি। তবে এই টিকার ২য় ডোজের চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া গেছে এবং তারা এখন থেকে এই ২য় ডোজের এই টিকা নিতে পারবেন।