ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে এবছর গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার-ভিডিপি ১০৪৪জন পূজা মন্ডবের সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
এছাড়াও আনসার ব্যাটালিয়নের একটি টিম স্টাইকিং ফোর্স হিসেবে ভ্রাম্যমান মোবাইল িিটম হিসেবে কাজ করবে। ঝালকাঠির পূজা মন্ডবগুলির সার্বিক অবস্থা দেখার জন্য বরিশালের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনি ঝালকাঠি সদর ও নলছিটির বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করছেন। এসময় পূজা কমিটির সাথে মতবিনিময় করে সার্বিক অবস্থার খোজ খবর নিয়েছেন এবং একই সময় মন্ডবে পাহাড়ারত আনসার ও ভিডিপি সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন।
ঝালকাঠি জেলায় ১৫৭টি পূজা মন্ডবে অধিক গুরত্বপূর্ণ ৫১টির পূজা মন্ডব প্রতিটিতে ৮জন করে আনসার ও ভিডিপি সদস্যরা থাকবেন। অনুরুপ গুরুত্বপূর্ণ ৪২টি পূজা মন্ডব প্রতি ৬জন এবং সাধারণ ৬৪ টি পূজা মন্ডব প্রতি জন করে এই বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।
এই বাহিনীর সদস্যদের মধ্যে পুরুষ ৫২২ জন ও মহিলা ৩১৪জন, ৫১ জন পিসি ও এপিসি ১৫৭জন। প্রতিটি কেন্দ্রে ২জন করে মহিলা সদস্যরা দায়িত্বে থাকবেন। এই বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যদি কোন ধরণের সমস্যা হয় তাহলে ৯৯৯ এবং আনসারদের কন্ট্রোল রুম নম্বরে (০২৪৭৮৮৭৫১৬১) জানাতে বলা হয়েছে।