ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ঝালকাঠি শহরের কাপুড়িয়া পট্টি এলাকায় ঐতিহ্যবাহী বাড়োয়ারী শ্রী শ্রী কালী পূজা শনিবার মধ্য রাতে অনুষ্ঠিত হয়েছে। এবছর নিয়ে এই বারোয়ারী কালী পূজা ১১০তম বর্ষ পার করেছে। ঝালকাঠি জেলা শহরের পূর্ব চাঁদকাঠী কুন্ড বাড়ি এলাকায়ও অনরুপ একটি মন্দিরে এই বারোয়ারী শ্রী শ্রী কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।
একসময় কাপুড়িয়া পট্টি এলাকায় এই বারোয়ারী কালীপুজা অত্যান্ত ঝাকঝমক আকারে পালিত হত এবং এ উপলক্ষ্যে ধারাবাহিক ৫দিন যাত্রাগান ও পালাগান অনুষ্ঠিত হতো। ব্যবসা বানিজ্যে এতদ্ব অঞ্চলে সমৃদ্ধ হওয়ায় এবং ভারতের সাথে ব্যবসা বানিজ্যের যোগাযোগ থাকায় ঝালকাঠি শহরকে দ্বিতীয় কলকাতা বলা হত।
ঝালকাঠি শহরে ৯০ ভাগ পরিবারই হিন্দু প্রধান এলাকা ছিল। সেকারণেই ব্যবসা বানিজ্য সবক্ষেত্রেই তারা অগ্রভাগে ছিল। পুরো কাপুড়িয়া পট্টি এলাকায় তৎকালীন ভারতের সাথে পূর্ব চাঁদকাঠি এলাকার অধুনা লুপ্ত পানু সাহার পূর্ব পুরুষ এবং পোনাবালিয়ার কাপুড়িয়া বাড়ির জমিদাররা ভারতের সাথে বস্ত্র ব্যবসা করতো।
ভারত থেকে আমদানী কাপড় এবং বাংলাদেশের বাবু বাজার টাংগাইল অঞ্চল থেকে বস্ত্র শিল্পের সমাহার নিয়ে ঝালকাঠি প্রতি সপ্তাহে বিশাল হাট বসতো। এই কাপুড়িযায় বাড়ির জমিদার ও চাদকাঠির সাহা পরিবার এই বস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল এবং তারাই একসময় বারোয়ারী শ্রী শ্রী কালী পুজা অর্চনা শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় এই পূজা জৌলুশ না থাকলেও এখনো চলমান