ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় ঝালকাঠি জেলায় ১৭জন গণমাধ্যমকর্মীকে ২য় পর্যায় করোনা কালীন পরিস্থিতিতে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কামাল হোসেন এর সভাপতিত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত বিন সাদেক উপস্থিত ছিলেন। অনুদান প্রাপ্ত গণমাধ্যম কর্মীদের মধ্যে প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত তার অনুভুতি প্রকাশ করেন। এছাড়া টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল বক্তব্য রাখেন।
জেলায় প্রেসক্লাব থেকে চিত্ত রঞ্জন দত্ত, মানিক রায়, দুলাল সাহা, কেএম সবুজ, দিলিপ মন্ডল, জহিরুল ইসলাম জলিল, মিজানুর রহমান, তরুন সরকারসহ অন্যান্য সংগঠনের মোঃ মাসুম খান, খালিদ হাসান, মো. ইব্রাহীম খান, আতাউর রহমান, মো. রুহুল আমীন রুবেল, পলাম রায়,এ কে এম মেতালেব হোসেন, ইসমাইল হুসাইন, এইচ এম নাসির উদ্দিন অনুদান পেয়েছেন।