ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির শ্রী শ্রী পাবলিক হরিসভা প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ছানি রুগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
এই ক্যাম্পে রোগীদেরকে পরীক্ষা করে যাদের চোখে ছানি পড়েছে তাদের বিনামূল্যে অপারেশন ও বিনামূল্যে বিদেশী লেন্স পড়ানো হবে । মঙ্গলবার সকাল ১০ টায় গ্রামীণ পিসি চক্ষু হাসপাতালের পরিচালনায় ও অসীমাজ্ঞলী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় প্রত্যয় তরুন সংঙ্গ সহযোগিতা করেছে ।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের সাবেক শিশুবিভাগের বিভাগীয় প্রধান ও ঝালকাঠির অসীমাজ্ঞলী ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার অসীমকুমার সাহা এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ।
পাবলিক হরিসভা মন্দিরের পরিচলনা পরিষদের সভাপতি প্রকৌশলী অসিত বরণ সাহার সভাপতিত্বে মন্দির কমিটির সুভাষ বিশ^াস ক্যাম্প পরিচলনাকারী ডাক্তার আশিকুল ইসলাম বরিন, গ্রামীণ পিসি চক্ষু হাসপাতালের প্রোগাম অফিসার জি এম ইমরান ও প্রত্যয় যুব সংঘের হৃদয় কর্মকার ব্যক্তব্য রাখেন । ক্যাম্পে শতাধিক রোগীকে পরীক্ষা করে ২৫ জন ছানি রোগীকে বিনামূল্য গ্রামীণ পিসি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।