ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির যুগ্ম জেলাও দায়রা জজ আদালত মাদক মামলায় ঝালকাঠি শহরের মোঃ জাহাঙ্গির খানকে(৫০) দু বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
রবিবার এ আদালতের বিচারক মোঃ সাইফুল আলম আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। ২০১৬ সালে ৩০ জুন বরিশালে গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে শহরের কুমারপট্টি এলাকা থেকে মোঃ জাহাঙ্গির খানকে ৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন।
এ ব্যাপারে গোয়েন্দা শাখার এসআই মোঃ দাউদ-উল-আলম বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা ৬ আগস্ট ২০১৬ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। আদালত ৯জন স্বাক্ষীর সাক্ষগ্রহণ করেছেন।