ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় নির্বাচন আাগমী ২৯ মে। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণকারী রাজাপুর ও কাঠালিয়া দুই উপজেলায় ৩০জন প্রার্থীর ও স্থানীয় প্রশাসনের শীর্ষক কর্মকর্তাদের উপস্থিতিতে রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১২টায় প্রার্থীতা যাচাই-বাছাই শেষে অতিরিক্ত জেলা (সার্বিক) মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, জেলা নির্বাচন অফিসার মোহাঃ আঃ ছালেক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
অত্যন্ত সৌভাগ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে জেলা প্রশাসক নির্বাচন পরিচালনার স্বার্থে এবং নির্বাচনের বিধিমালা অনুযায়ী কঠোরভাবে সফল নির্বাচন অনুনিষ্ঠত করার জন্য প্রার্থীদের সহযোগিতা চেয়েছেন। পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্পষ্ট করেছেন, প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোন ধরণের পেশী শক্তি বা অন্যকোন অনাকাঙ্খিত রাজনৈতিক অপশক্তির অনুপ্রবেশ অর্থহীন হবে।