ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।
আজ সকালে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে রোটারী ক্লাব অফ আধুনিক ঢাকার আয়োজনে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সংগঠনের প্রেসিডেন্ট সৈয়দ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রোটারি ক্লাব ডিস্ট্রিক ৬৪ এর সাবেক লেফটেন্যান্ট গভর্নর এস এম হাফিজুর রহমান ফারুক। এ সময় রাজাপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।