ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে এক সাংবাদিকের ক্রয় করা জমি অবৈধভাবে ভোগ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। হয়রাণীর মুখে পড়েছে ঝালকাঠির রাজাপুর উপজেলারছোট কৈকর্ত্য খালী গ্রামের মাহামুদা আক্তারের পরিবার। তাদের ক্রয়কৃত জমির গাছ কেটে নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার সকাল ১১টা ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিক পরিবারের পক্ষে নাইম হাসানের বোন নার্গিস আক্তার সংবাদ সম্মেলন করেছেন। এতে অভিযোগ করা হয় যে ওই গ্রামের সেফালী বেগমের কাছ থেকে ৫ বছর আগে ৫শতঅংশ জমি কিনেছিলেন ।সেফালীর চাচাত ভাই আঃ রহিম, ওই জমি ভোগ দখল করতে দিচ্ছেনা তারা। উল্টা মাহামুদা আক্তারের ভাই সংবাদিক নাইম হাসানের নামে মামলা দিয়ে ৩লাখ টাকা চাঁদা দাবী করছে। অন্যথায় মেরে ফেলারও হুমকি দিচ্ছে আঃ রহিম ।
এছাড়াও গত ৮ আগস্ট ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতিতে এই পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তার প্রতিপক্ষরা। সংবাদ সম্মেলনে এই পরিবারের সদস্য তার ভাই নাইমকে ২০ হাজার টাকা চাঁদা দাবী করেছে মর্মে মিথ্যা ও বানোয়াট মনগড়রা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে নার্গিস আক্তার তীব্র নিন্দা ও প্রতিবাধ করেছে। সংবাদ সম্মেলন চলাকালীন নার্গিস আক্তারের মা-পিয়ারা বেগম ও বড় বোন-নাসরিন আক্তার উপস্থিত ছিলেন।