ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার বালিঘোনা আল-মাহ্বুব তামিরে মিল্লাত দাখিল মাদ্রাসায় জানালার গ্রিল কেটে চুরি হয়েছে। এসময় একটি ল্যপ্টপ, সাউন্ডবক্স, ঘন্টা নিয়ে যায় এবং অন্যান্য কাগজপত্র এলোমেলো করে রাখে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মাদ্রাসার শিক্ষকরা জানিয়েছে, পতাকা স্ট্যন্ডে বেয়ে দ্বিতীয় তলায় ওঠে সুপার ও শিক্ষকদের কক্ষের গ্রিল কেটে ভিতরে ঢুকে একটি ল্যাপটপ, সাউন্ডবক্স, ঘন্টা নিয়ে যায়।
সোমবার সকালে মাদ্রাসার দপ্তরি মো. মিজানুর রহমান এসে দেখে জানালার গ্রিল কাটা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাদ্রাসার সুপার মো. তাজাম্মুল হোসাইন বলেন,‘ আমাদের মাদ্রাসায় আজ পরিক্ষা ছিল। ল্যাপটপ ও সাউন্ডবক্স চুরি করে নিয়ে গেছে। এছারাও অনেক প্রয়োজনীয় কাজপত্র তছনস করে রেখেছে।
ঝালকাঠি সদর থানার এসআই মো. আসাদ বলেন,‘ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।