ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ১৪ পিস ইয়াবাসহ মাহামুদ আকন মিঠু (২৮)নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিনয়কাঠীর গগন কাসেম মিয়া পুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাহামুদ আকন মিঠু বলিশালের ২৯ নং ওয়ার্ডের ইছাকাঠী বিমানবন্দর থানা এলাকার
আইয়ুব আলী আকনের ছেলে।
পুলিশ জানায়,মঙ্গলবার রাত ৮.৩০মি: বিনয়কাঠী ইউনিয়নের গগন কাসেম মিয়া পুল এলাকায় ইয়াবাসহ মাহামুদ আকন মিঠুকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সদর থানা পরিদর্শক (ওসি) খলিলুর রহমান জানায়, মাহামুদ আকন মিঠু ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। মঙ্গলবার রাতে বিনয়কাঠী ইউনিয়নের গগন থেকে মিঠুকে আটক ইয়াবা জব্দ করে পুলিশ। আটক মাহামুদ আকন মিঠু বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঐ এলাকার মেহেদি হাসান বাদী হয়ে মামলা দায়ের করেছে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এলাকাবাসী মাদক ব্যবসার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন।