ঝালকাঠি প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঝালকাঠির নলছিটি উপজেলাধীন শহিদ সেলিম তালুকদারের স্ত্রী সুমি আক্তারের একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন। শনিবার সন্ধ্যা ৭ টায় ঝালকাঠির মডেল ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান ভুমিষ্ঠ হয়।
শহিদ সেলিম তালুকদার সদ্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে পোষাক শিল্পের সহকারী মার্চেন্ডাইজার পদে চাকুরী করতেন। তাকে ১৭ জুলাই ব্রাক ইউনিভার্সিটির সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ১৫দিন লাইফসাপোর্ট থেকে ৩১ জুলাই মৃত্যবরণ করেন। মৃত্যুর পূর্বে সেলিম তালুকদার জানতেন না তার স্ত্রীর গর্ভে অনাগত সন্তান জন্ম নিতেছেন। তার মৃত্যুর পরে ৫ আগস্ট সুমি আক্তার অসুস্থ্য হলে ডাক্তারী পরিক্ষায় ধরা পরে সে ১ মাসের অন্তসত্বা।
নবাগত এই কন্যা সন্তানের নাম রাখা হয়েছে রোজা। তার পরিবার জানিয়েছে সেলিম তালুকদার রমজান মাসে জন্মগ্রহণ করায় তার ডাক নাম রমজান রাখা হয়েছিল। এরই সুত্র ধরে তার কন্যা রমজান মাসে জন্মগ্রহণ করায় তার নামও রাখা রোজা।
রবিবার বেলা ১২টায় জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার নায়েবে আমির এ্যাড. আমিনুল ইসলাম ও জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ফরিদুল হক ঝালকাঠির মডেল ক্লিনিকে সেলিম তালুকদারে স্ত্রী ও তার পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা সেলিম তালুকদারের নবাগত সন্তান, স্ত্রী ও তার পরিবারের জন্য দোয়া করেন। এসময় সাংবাদিকদের কাছে নায়েবে আমির জানান, এখন এই শিশুর বেড়ে ওঠা, শিক্ষার ব্যয়সহ তার বিবাহ পর্যন্ত সকল খরচ বাংলাদেশ জামায়াত ইসলাম বহন করবে।