ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ খান ও সচিব আবুহেনা মোহম্মদ রাশেদ ইকবালের স্বাক্ষর জাল করে ৪ লাখ টাকা উত্তোলন চেষ্টার অভিযোগে পৌরসভার হিসাবরক্ষক রেখা বেগম ও তার স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজনকে গ্রেফতার করা হয়েছে।
২৬ জুলাই সোমবার রাতে মেয়র নিজে বাদী হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন- নলছিটি পৌরসভার হিসাবরক্ষক রেখা বেগম ও তাঁর স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সুগন্ধা এন্টারপ্রাইজের মালিক এবিএম জাহিদুল ইসলাম।
জানা যায়, মেয়র ও সচিবের স্বাক্ষর জাল করে ৪ লক্ষ টাকার একটি চেক সোনালী ব্যাংক নলছিটি শাখায় জমা করেন পৌরসভার ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন। টাকা উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর চেকের স্বাক্ষর দেখে ব্যাংকের ম্যানেজারের সন্দেহ হয়। সাথে সাথে ম্যানেজার ফোন করে চেকের বিষয়টি জানালে ওই চেকে স্বাক্ষর করেননি বলে জানান মেয়র। এরপর রাতে রেখা বেগম ও তার স্বামীকে পুলিশের হাতে তুলে দেন।
এ ব্যাপারে নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান জানান, মেয়র বাদি হয়ে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।