ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি নলছিটি উপজেলায় লক্ষনকাঠী গ্রামে মিরাজ মাঝী ও তার ভাইদের সরকারিভাবে নির্মাণ করা বসতগৃহ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিবেশী একটি পরিবার। এই পরিবারের সাথে মিরাজ মাঝীর জায়গা-জমি নিয়ে দীর্ঘ দেড়যুগ ধরে বিরোধ চলে আসছে।
এই মিরাজ মাঝী ও তার ভাইদের এলাকা ছাড়া করে তাদের জায়গা জমি দখল করার জন্যই ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে দাবী করেছেন মিরাজ মাঝী ও তার পরিবার। গত ১৩ ফেব্রæয়ারী দিবাগত রাত দেড়টায় দুটি ঘরে আগুন দেয়া হয়। এর পূর্বে একই দিন দুপুরে প্রতিপক্ষ হক্তার মাঝী বাড়ীর সামনে দিয়ে বাড়ীতে যাওয়ার সময় হক্কার মাঝি ও তার পুত্ররা তাদের উপরে হামলা চালায় এবং পাঠ দিয়ে পিটিয়ে গুরত্বর আহত করে। এসময় ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। এরই জের ধরে রাতে ২টি ঘরে আগুন দেয়া হয়।
এখন পর্যন্ত এই ঘটনায় মিরাজ মাঝী বাদী হয়ে ১৫ ফেব্রæয়ারী ঝালকাঠির নলছিটি থানায় মামলা দায়ের করে এবং এস আই মোঃ গোলাম ফারুককে মামলার তদন্ত ভার দেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত এই মামলায় কেউ গ্রেফতার হয়নি বরং আসামীদের ভয়ে এই মিরাজ মাঝীসহ এই পরিবারটি জীবন রক্ষার্থে পালিয়ে বেড়াচ্ছে।
এই মামলায় হক্কার মাঝী তার ৩ পুত্র এমদাদুল হক মাঝী, রফিকুল মাঝী, জহিরুল মাঝী, জামাতা শাহিন জোমাদ্দার এবং কন্যা হালিমা বেগম, মনি আক্তার, এলিন আক্তার ও পপি আক্তার। এই ৯জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। ২০১৩ সালে হক্কার মাঝী তার নিজের শশুর তালেব মাঝীকে হত্যা করে এই পরিবারের বিরুদ্ধে হত্যা মামলা করে এলাকা ছাড়া করেছিল এবং সে সময়ও তাদের ঘর-বাড়ি ভেঙ্গে চুরে হক্কার মাঝী ও তার পরিবার গুড়িয়ে দিয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলা হলে তিনি জানান, বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মিরাজ মাঝী পেশায় একজন দিনমজুর এবং তার ভাই নাছির মাঝী অটোচালক এবং আরেকভাই মোঃ নাঈম মাঝী বরিশাল টেকটিক্যাল কলেজের স্টুডেন্ট অপর ভাই জসিম বরিশালের অনার্স ২য় বর্ষের ছাত্র।