ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি কান্ডপাশা গোয়ালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মলিনা রানীর অর্থ আত্মসাৎ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় নলছিটি উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বক্তারা অভিযোগ করেন- প্রধান শিক্ষিকা মলিনা রানী স্কুলে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করে আসছে। তিনি স্কুলে নিয়মিত আসে না এবং বিদ্যালয়ে সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেন।
দীর্ঘদিন যাবৎ ছাত্র-ছাত্রীদের সাথে অসদাচরণ করে আসছেন। এতো অভিযোগ থাকা সত্বেও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আজও নেয়নি। দ্রæত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ বিদ্যালয় থেকে অপসারণে দাবি জানিয়েছেন। মানববন্ধন শেষে প্রতিবাদকারীরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করেন।