ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকায় থেকে বদলী জনিত কারণে ঝালকাঠিতে যোগদান করেছেন।
ঝালকাঠির বিদায়ী জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম নবাগত জেলা প্রশাসক আশরাফুর রহমান ঝালকাঠি কালেক্টরেটে পৌছালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকসহ কালেক্টরেটের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবাগত জেলা প্রশাসককে এ সময় বিদায়ী জেলা প্রশাসক ঝালকাঠির বিভিন্ন বিষয়ে তাকে অবহিত করেন। সন্ধ্যায় বিদায়ী জেলা প্রশাসক ঢাকায় তার নতুন কর্মস্থলের উদ্দেশ্যে ঝালকাঠি ত্যাগ করেন।