ঝালকাঠি প্রতিনিধিঃ চলমান শাটডাউনে ঝালকাঠিতে কর্মহীন হওয়া অসহায় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ৯আগষ্ট সোমবার দিনব্যাপী ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, নলছিটি এবং সদর উপজেলার প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের হাতে চাল, ডাল, চিনি, লবন, আটা তুলে দেন সেনা সদস্যরা।
প্রতিটি উপজেলায় পৃথক ভাবে খাদ্য সহায়তা বিতরন কর্মসূচীতে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। ওয়ারেন্ট অফিসার মো. কাইয়ুম খান জানান, সেনা কল্যান সংস্থার সৌজন্যে আজকে ঝালকাঠির চার উপজেলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছি। এছাড়াও লগডাউন চলাকালীন সময়ে আমাদের রেশনের একটা অংশ কর্মহীনদের মাঝে বিতরন করেছি। হাসনাইন তালুকদার দিবস ঝালকাঠি প্রতিনিধি ৯ আগষ্ট’২০২১