ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে কর্মহীন অসহায় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ ১০ আগষ্ট মঙ্গলবার দুপুরে সেনা কল্যান সংস্থার সৌজন্যে ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, নলছিটি এবং সদর উপজেলার প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের হাতে চাল, ডাল, চিনি, লবন, আটা তুলে দেন সেনা সদস্যরা।
প্রতিটি উপজেলায় পৃথক ভাবে খাদ্য সহায়তা বিতরন কর্মসূচীতে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের লেবুখালী সেনানিবাসের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।