ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার বেসাইনখান গণহত্যার স্মৃতি রক্ষার্থে নির্মিত স্মৃতি ফলকটি ভেঙ্গে যাচ্ছে। বেসাইন খান মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খালের পাড়ে বধ্যভূমি স্থানে বেসরকারি উদ্যোগে ২০১০ সালর ২১ জুন স্মৃতি ফলকটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। বেসাইন খান গ্রামের সন্তান ও ঢাকার ব্যবসায়ী সাইদুর রহমান হিরু ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে কয়েক লক্ষ টাকা ব্যায় করে আকর্ষনী শহীদ মিনারটি নির্মাণ করেন।
জেলায় ব্যক্তিগত উদ্যোগে এটাই বধ্যভূমীতে স্মৃতি ফলক নির্মাণ। নির্মাণাধিন স্মৃতিফলকের পাশ দিয়ে ত্রিমূখী খালে তীব্র ¯্রােতের কারণে মাটি সড়ে গিয়ে স্মৃতি ফলকটি ভেঙ্গে পরার উপক্রম হয়েছে। এবং কয়েকটি স্থানে ইতো মধ্যে ফাটল ধরে ঝুকিপূর্ণ অবস্থায় চলে এসেছে। এলাকাবাসীর পক্ষ থেকে স্মৃতি ফলকটি রক্ষা করার জন্য সরকারের কাছে দাবী করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বেসাইনখান মধ্যমিক বিদ্যালয় একটি অনুষ্ঠানে এলে তাকে স্মৃতি ফলকটির বর্তমান অবস্থা দেখানো হয় এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ^াস দেন।
১৯৭১সালে ২১ জুন মাসে পাক হানাদার বাহিনী বেসাইন খান গ্রামসহ আসে পাশের গ্রাম ঝুড়ে মুক্তিযোদ্ধা ও সংখ্যা লঘু পরিবার এবং আওয়ামী লীগ পরিবারের সদস্যদের ধরার জন্য চার দিক থেকে ঘেরাউ করে সাড়াশী অভিযান চালায়। অভিযানে তৎকালীন ঢাকার সিটি করেজের ছাত্রলীগ নেতা ও এই গ্রামের সন্তান রেজাউল করিম মানিক ও সাইদুর রহমান রতনক ২ সহদরসহ ৩০ জন পাকবাহিনীর হাতে আটক হয়।
এদেরকে বেসাইন খান বিদ্যালয়ের মাঠে এনে প্রথমে শারীরিক নির্যাতন চালান হয় এবং পরে তাদেরকে খালের পাড়ে দাড় করিয়ে গুলি করে হত্যার পর খালের পাড়ে ফেলে রাখা হয়। ¯্রােতের কারণে অনেক লাশ ভেসে যায় এবং পাকবাহিনী চলে যাওয়ার পর স্থানীয় লোকজন মৃতদেহ তুলে তাদের স্বজনদের কাছে দেয়। তবে, অনেকেরই মৃত দেহ পাওয়া যায়নি।