ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসার তাহিলী শাখার মুহতামীম মোঃ আল আমিন (মাদারীপুরী) এর অপসারণের দাবিতে ছাত্রদের একাংশের বিক্ষোভ ও ভাঙচুর করেছে। বুধবার দুপুরে এই ঘটনার পরে অন্যান্য শিক্ষকরা, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয়।
এই নিয়ে মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ছাত্রদের দাবি মোঃ আল আমিন (মাদারীপুরী) শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্যান্য কর্মচারীদের সাথে দুর্ব্যব্যহার করে ও ভয়ভীতি দেখায়। এই অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকায় পুঞ্জীভ‚ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। ভাঙচুরের ঘটনায় মাদ্রাসার অবকাঠামোগত তেমন কোন ক্ষতি হয় নাই।
নাম প্রকাশে অনিচ্ছুক এই মাদ্রাসায় কর্মরত একাধিক কর্মচারী জানিয়েছেন এই শিক্ষকের দুর্ব্যবহারের কারণে তারা চাকুরী ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।