ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির শ্রী শ্রী পাবলিক হরিসভায় ধর্মীয় ও আত্মসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৯দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ শুরু হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ধর্ম মন্ত্রনালয় বরিশালের আয়োজনে এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানবসম্পদ অন্তরা হালদার।
বিশেষ অতিথি ছিলেন হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি গৌতম চন্দ্র বনিক। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক প্রনতি রানী দাস। অন্যদের মধ্যে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের আঞ্চলিকক কর্মকর্তা চম্পা সেন ও সিনিয়র প্রশিক্ষক জয়ন্ত চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা ও জেলা হিন্দু বৌদ্ধ কল্যান ট্রাস্ট ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল সাহা। এই প্রশিক্ষনে হিন্দু আইন, পূজা পদ্ধতি, খাদ্য-পুষ্টি ও স্বাস্থ্য সেবা, ভ‚মি আইন, আইসিটি বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। ৯দিনের এই প্রশিক্ষণে ২৫জন পুরোহিত অংশগ্রহণ করেছেন।