ঝালকাঠি প্রতিনিধিঃ
৫৩ তম জাতীয় সমাবয় দিবস ঝালকাঠি জেলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সমবায়সহ বিভিন্ন মানুষ নিয়ে র্যালী বের হয় এবং র্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান জাতীয় সংগীতের মধ্য জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের উদ্ভোধন করেন এবং জেলা সমবায় অফিসার আমিনুল ইসলাম সমবায় পতাকা উত্তোলন করেন।
“সমবায়ে গর্ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা সমবায় অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি এবং অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সমবায়ি মাসুমা খানম, সমবায়ী বাবুল হোসেন, পানি সমন্বয় সমিতির কর্মকর্তা জিএম মোর্শেদ, সমবায়ী জাকারিয়া বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে ১০জন সমবায় সংগঠনের ভাল সাফল্যজনক কর্মকান্ডের জন্য ১০টি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয় এবং এদের মধ্যে ১ম, ২য়, ৩য় ক্রেস্ট প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, সমবায় আদিম যুগ থেকেই মানুষ তার জীবন যাপনের মধ্যে সমবায়ী হয়ে বাধা প্রতিরোধ করেছে। বর্তমানে আমরা চিড়িয়াখানা বাঘের খাচার মত নিজেদেরকে আবদ্ধ করে অন্যদের কাছ থেকে আত্মরক্ষার চেষ্টা করি। সামাজিকতা, সততা ও স্বচ্ছতা থাকলে আমাদের এই অবস্থায় আসতে হত না। তিনি চাষাবাদেও সমলয় পদ্ধতি ব্যবহার করে চাষাবাদের উপর গুরুত্বারোপ করেন।