ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ০৩ জনের মৃত্যু ও আক্রান্ত হয়েছে ৮৮ জন। সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কহিনুর বেগমের মৃত্যু হয়েছে। অপর দুই ব্যাক্তি হচ্ছেন, রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের শিক্ষক সাইদুল ইসলাম ও শুক্তাগড় ইউনিয়নের মো. শাহআলম।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রন্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৯ জন। মোট আক্রান্ত ১৯৫৯ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা শতকরা ৫২ ভাগ।
সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, ঝালকাঠিতে সেন্টাল অক্সিজেন ব্যবস্থার কাজ চলছে। করোনা বেড রয়েছে ৩৫টি, আরো ২০টি বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে করোনা বেড প্রস্তুত রয়েছে।