ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ২য় দিনে চলছে কঠোর লকডাউন। আজ ২ জুলাই শুক্রবার সকাল থেকে মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। এর মধ্যেও শহরে লোকজনের কারনে অকারনে রাস্তায় বের হচ্ছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায় ২৪ জনকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন ফিরিয়ে দিচ্ছেন।
এছাড়া সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনছারা টহলে রয়েছে। জেলা ও উপজেলার প্রবেশদ্বারে বাঁশ বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।