ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয়া শোক দিবস উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ঝালকাঠির আয়োজনে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শ্রী শ্রী পাবলিক হরিহভা প্রাঙ্গণে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। হিন্দু ধর্মীয় কল্যাণট্রাষ্টের ট্রাষ্টি ভানু লাল দে এর সভাপতিত্বে জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ অসিম কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. অমল চন্দ্র দাশ, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, তরুণ কর্মকার ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা দুলাল সাহা ও এ্যাড. নির্মল চন্দ্র দে তরনি বিশেষ অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে পুজা উদযাপন কমিটির সদর উপজেলা সভপতি প্রকৌশলী দিলীপ হালদার, বরিশালের সহকারী প্রকল্প পরিচালক দেবাষিশ দাশ, নলছিটির পুজা উদযাপন কমিটির জনার্ধন দাশ ও ঝালকাঠি সহকারী প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। পরে উপস্থিত অতিথি ও আমন্ত্রীত ব্যক্তিদের নিয়ে বিশেষ প্রর্থনা অনুষ্ঠিত হয়।