ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর হাসপাতালে রান্না ঘরের সামনে ওয়ার্ডের পাশের ড্রেনে ৭/৮ মাস বয়সী এক নবজাতকের মৃত্যুদেহ গলায় ফাস দেয়া অবস্থায় পরিত্যক্ত জায়গায় পাওয়া গেছে। সকালে হাসপাতালের ভিজিটররা বিষয়টি দেখার পরে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন এবং হাসপাতাল তত্ত¡বধায়ক ডাঃ শামিম আহমেদ ঝালকাঠি থানায় বিষয়টি অবগত করলে পুলিশ এসে দুপুরে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নার্সদের ধারণা শিশুটির ৭/৮ মাস বয়সি হবে এবং ২/১দিন আগে কেউ বা কারা হাসপাতালের এখানে ফেলে রেখে গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ আরএমও মেহেদী হাসান সানী জানান, এই ধরনের কোন শিশুর জন্য সদর হাসপাতালে হয়নি। সদর হাসপাতাল অরক্ষিত থাকার কারণে বাহির থেকে কেউ বা কারা হাসপতাালের এই ড্রেনে ফেলে রেখে গেছেন।
এব্যাপারে ঝালকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং থানা পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।