ঝালকাঠি প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী কর্তৃক দেশের চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় কপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় দেশ ব্যাপি সোনালী ব্যাংকের মাধ্যমে হত দরিদ্র, সাময়িক কর্মহীন এবং প্রান্তিক জনগোষ্ঠি সাবাভিক জীবনযাপনে অসর্মথ ক্ষতিগ্রস্থ পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে। ঝালকাঠি জেলায় ৮৮জনকে ২হাজার টাকা করে এই শ্রেণির ব্যক্তিদের মধ্যে ১ লক্ষ ৭৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বৃস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও সোনালী ব্যাংক ঝালকাঠি শাখার এই বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী সভাপত্বি করেন। অন্যদের মধ্যে বরিশালের সোনালী ব্যাংকের জোনাল ম্যানেজার একেএম সেলিম আহম্মেদ ও ডেপুটি জেলারেল ম্যানেজার আবু বকর সিদ্দিকসহ প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত বক্তব্য রাখেন। ঝালকাঠি শাখার সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলামসহ ব্যাংক কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।