ঝালকাঠি প্রতিনিধিঃ
রেশনের একটি অংশ জমিয়ে করোনায় কঠোর লকডাউনে কর্মহীনদের খাদ্যসামগ্রী দিচ্ছেন সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন।
ঝালকাঠির রাজাপুরে অর্ধশত অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, আটা বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার ডাকবাংলো এলাকায় স্বাস্থ্যবিধি মেনে কর্মহীন মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ক্যাপ্টেন সানজিদা ও রাফিউদ।
সেনাবাহিনীর খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষ।
ক্যাপ্টেন রাফিউদ জানান, নিজেদের রেশন থেকে একটা অংশ জমিয়ে প্রতিদিন টহলের মধ্যেই কর্মহীনদের মাঝে বিতরণ করে যাচ্ছি। লকডাউনের মধ্যে এ কার্যক্রম অব্যহত রাখা হবে।