ঝালকাঠি প্রতিনিধি:
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এ¯েøাগানে ঝালকাঠিতে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচি সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবার উপপরিচালক শাহপার পারভীন। ক্ষুদ্রঋণ কর্মসূচি অপর আলোচনা করেন সহকারি পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান,সদর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুজ্জামান,উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান পলাশ প্রমুখ।ঝালকাঠি জেলায় সমাজসেবা ৫৪ টি ও সদরে ২৭ টি কার্যক্রম চলমান রয়েছে।
উপজেলা সমাজসেবার আয়োজনে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক,ছাত্র প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্ষুদ্রঋণ আদাকারী প্রথম মহিদুল ইসলাম ও দ্বিতীয় আবদুর রহমান দুই জন ইউনিয়ন সমাজকর্মীকে ক্রেস্ট প্রদান করা হয়।